• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

ইউসেপ সুবিধাবঞ্চিত শিশুদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করছে: প্রতিমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মে ২০২৪  

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলেছে এবং দেশে এমনকি বোয়েসেল এর মাধ্যমে বিদেশেও চাকরির ব্যবস্থা করছে।

রোববার ইউসেপ গাজীপুর অঞ্চলের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ইউসেপ বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উদযাপন ও চাকরির মেলা আয়োজন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের চেয়ারপার্সন ড. মোহাম্মদ আলাউদ্দিন।

সিমিন হোসেন রিমি বলেন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণকে সুনিশ্চিত করার লক্ষ্যে ইউসেপের প্রশিক্ষণার্থীদের মধ্যে ৫০ ভাগই নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে কারিগরি শিক্ষার প্রসারকে সর্বাধিক গুরত্ব প্রদান করেছিলেন। এরই পৃষ্ঠপোষকতায় ইউসেপ বাংলাদেশ আজ এক অসাধারণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী প্রশিক্ষণ কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অদক্ষ জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য নিরলস কাজ করেছেন। ইউসেপ এক্ষেত্রে অগ্রণৗ ভূমিকা পালন করছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ইউসেপ অ্যাসোসিয়েশনের সদস্য হাফিজ আহমেদ মজুমদার, ইউসেপ বোর্ড অব গভর্নরসের সদস্য ও সাবেক সভাপতি ড. ওবায়দুর রব, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, সাবেক মুখ্য সচিব ড. মো. আব্দুল করিম।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –