• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

জনগণ তথ্য চাইলে দিতে বাধ্য প্রশাসন: প্রধান তথ্য কমিশনার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের এই সন্ধিক্ষণে তথ্যকে অবারিত করা ছাড়া বিকল্প নেই। ‘চাইলে তথ্য জনগণ-দিতে বাধ্য প্রশাসন’ এই মন্ত্রকে ভুলে যাওয়ার অবকাশ নেই।

রোববার তথ্য কমিশন ভবনের সভাকক্ষে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের জন্য দিনব্যাপী ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক প্রশিক্ষণে এ কথা বলেন তিনি। কর্মশালায় জাতীয় পর্যায়ে কর্মরত ৬০ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করেন। 

প্রধান তথ্য কমিশনার বলেন, প্রকাশযোগ্য তথ্য সরকারি-বেসরকারি সব ওয়েবসাইটে নিয়মিত হালনাগাদ করতে হবে। এ ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা রয়েছে, ফলে তথ্য না দিলে কোনো কর্তৃপক্ষই ছাড় পাবেন না। 

তিনি বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়নের মাধ্যমে সরকার তথ্য প্রাপ্তিকে জনগণের অধিকার হিসেবে নিশ্চিত করেছেন। জনগণের প্রত্যাশা পূরণে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অত্যাবশ্যক।  নোটিশ বোর্ড, বিলবোর্ড ও বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অব্যাহত রাখতে হবে। 

অনুষ্ঠানে তথ্য প্রাপ্তির আপিল ও অভিযোগ দায়ের, তথ্য না দিলে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থার বিধানসহ, কোন কোন তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়, এ বিষয়ে অবহিত করেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক।

এছাড়া তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য সংরক্ষণ, নথি বিনষ্টকরণ, তথ্য ব্যবস্থাপনা, স্বপ্রণোদিত তথ্য প্রকাশের মাধ্যম ইত্যাদি অবহিত করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –