• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিদিনের কিছু ভুলে আপনার বগল এত কালো, দেখুন করণীয়

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

অনেকেই কালো বগলের কারণে লজ্জায় পড়েন। কেউ কেউ তো এই ভয়ে হাতকাটা পোশাক পরাও এরিয়ে যান। মনে রাখবেন কিছু ক্ষেত্রে কালো দাগ পড়ার সমস্যা হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে। তবে আমাদের ছোটখাটো ভুলও কিন্তু আমাদের বগলকে কালো করে দেয়।

প্রথমেই মনে রাখতে হবে বগলের ত্বক আমাদের শরীরের অন্যান্য অংশের থেকে বেশি সেনসেটিভ। তাই কখনই জোরে জোরে ঘষবেন না। এতে বেশি কালো ছাপ পড়ে। বরং হালকা হাতে স্ক্রাব করুন। কেমিক্যাল পিলিং সলিউশন ব্যবহার করুন সপ্তাহে ১ দিন। AHA, BHA, স্যালিসিলিক অ্যাসিড ত্বক থেকে ওপরের মরা কোষ সরিয়ে ফেলে।

বগলে সরাসরি ডিওডোরেন্ট বা রোল অন ব্যবহার করবেন না। বাজারচলতি অনেক রোল অনই দাবি করে সেগুলো কালো দাগ কমাতে সাহায্য করে। তবে গবেষণায় দেখা গিয়েছে উল্টে তা আরো কালো করে দেয়। তাই সবচেয়ে ভালো হয় বগলে স্নানের পর হালকা কোনো ময়েশ্চারাইজার যেমন অ্যালোভেরা জেল ব্যবহার করে নিতে পারলে। ঘাম হলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

বগলের চুল পরিষ্কার করতে অনেকেই শেভিং করেন। তবে এটি করার কারণে অনেকসময় সেখানে বারবার ঘষা লাগে। যার ফলে আপনার বগলে কালো ছোপ পড়ে যায়। এর থেকে ভালো হয় যদি ওয়াক্সিং করতে পারেন।

সপ্তাহে অন্তত একদিন ঘরে তৈরি এই প্যাক লাগান বগলে। তার আগে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন। লেবুর রস, হলুদের গুঁড়া, ময়দার গুঁড়া ইত্যাদি মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার তা আন্ডার আর্মসে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। সপ্তাহে ২-৩ দিন লাগাতে পারলে সবচেয়ে ভালো।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –