• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আমরা মানুষের জীবনকে উন্নত করতে চাই- প্রধানমন্ত্রী বউয়ের সঙ্গে ঝগড়া, হুমকি দিয়ে শ্বশুরবাড়ি ভাংচুর করল ঘরজামাই মোমেন-সান ওয়েইডং বৈঠক: শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ‘বিদ্রোহী’ কবিতাকে ইউনেস্কোর হেরিটেজে অন্তর্ভুক্তির উদ্যোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২  

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু               
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে পিয়ার মোহাম্মদ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চার শ্রমিক। 

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর বকুয়া ইউপির মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃত পিয়ার মোহাম্মদ ওই গ্রামের সলেইমান আলীর ছেলে। মহসিন আলী নামে একজনকে গুরুতর আহত অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

৩ নম্বর বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, সকালে মানিকখাড়ি গ্রামের আটজন শ্রমিক একটি ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হলে পিয়ার মোহাম্মদ মৃত্যু হয়। এ সময় আরো চার শ্রমিক আহত হন। এরমধ্যে গুরুতর আহত মহসিন আলীকে রাণীশংকৈল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । এছাড়াও আহত আরো তিন শ্রিমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।। 

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –