কৃষিবর্জ্য থেকে পরিবেশবান্ধব ইট
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২

‘কৃষিবর্জ্য ও মাটি থেকে পরিবেশবান্ধব ইট’ কিভাবে তৈরি করতে হয় এ সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও রিসার্চ অ্যাসিসটেন্ট আরমান রেজা শাহ্ ও একই বিভাগের অধ্যাপক ড. নাদিম রেজা খন্দকার। ৭ মাস গবেষণার পর এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা।
আধুনিক ইমারত নির্মাণে এই পরিবেশবান্ধব ইট সুদূরপ্রসারি ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা। আরমান রেজা শাহ্ ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ার অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস শাহ্’র ছেলে।
ইট উৎপাদনের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া কিংবা জ্বালানি কাঠ, গাড়ির পুরোনো টায়ার ও রাবার পুড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতির নানা চিত্র। গতানুগতিক এই ধারার বাইরে কৃষিবর্জ্য ও মাটি থেকে পরিবেশবান্ধব ইট তৈরিতে সফলতা অর্জন করেছেন তারা। পোড়ানো ইটের বিকল্প পরিবেশবান্ধব আধুনিক পদ্ধতির ইট হিসেবে এটি পরিচিত হবে- এমনটাই আশা তাদের।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দাবি, কৃষিবর্জ্য ও মাটি দিয়ে তৈরি ইট পোড়ানো ইটের চেয়ে বেশি শক্তিশালী। এছাড়া সাশ্রয়ীও। আর এই ইটের ওজন অনেক কম হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সুবিধাও রয়েছে।
গবেষণা বিষয়ে কথা হয় মো. আরমান রেজা শাহ্’র সঙ্গে। তিনি জানান, কোভিড পরিস্থিতির জন্য যখন সারাদেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ, অনলাইন সেমিস্টার চলছিল, সেসময়ই মূলত এই গবেষণা করার আগ্রহ জন্ম নেয়। আমি প্রফেসর ড. নাদিম রেজ খন্দকার স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং স্যার এ বিষয়ে কাজের জন্য আগ্রহ পোষণ করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমি আমার দাদাবাড়িতে (ফুলবাড়ি, দেবীগঞ্জ, পঞ্চগড়) যাই। আমি ছোটবেলা থেকেই এ অঞ্চলে মাটির ঘরের প্রচলন দেখে এসেছি। প্রচণ্ড আগ্রহ থেকে কাজ শুরু করি।
প্রথম দিকে ওই এলাকার মাটির বাড়িগুলো পরিদর্শন করি এবং এসব বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলি। তারা কী উপকরণ ব্যবহার করেন, তৈরি করতে কী কী সমস্যার সম্মুখীন হন এবং মাটির বাড়ির ব্যবহারের সুবিধা নিয়েও আলোচনা করি। দেখি, এই অঞ্চলে প্রচুর ধানের চাষ হয় এবং ফসল তোলার পর উচ্ছিষ্ট বিশাল একটা অংশ তারা পুড়িয়ে ফেলেন যেটাকে আর কোনোভাবেই ব্যবহার করা হয় না।
সেখান থেকেই চিন্তা আসে, এই বর্জ্য থেকে মাটির বাড়ির জন্য ইট প্রস্তুত করার বিষয়টি। সেখান থেকে স্যাম্পল সংগ্রহ করি (মাটি, কৃষিবর্জ্য)। সেখান থেকেই কয়েকটি রেশিও ধরে ইটের স্যাম্পল প্রস্তুত করে ফেলি। সেগুলোকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ড. নাদিম রেজা স্যারের তত্ত্বাবধানে এই ইটের স্যাম্পলগুলোকে ২৪ ইসিবি, বাংলাদেশ আর্মি ল্যাবে কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করানো হয়। সেখানে আশাব্যঞ্জক ফল পাই আমরা।
বলে রাখা ভালো, সাধারণ ইটের কম্প্রেসিভ স্ট্রেন্থ ধরা হয় ২১০০ পিএসআই। আমরা ২টি রেশিও থেকে গড় ভ্যালু পাই ১৯০০ পিএসআই এবং ২৪০০ পিএসআই। পরবর্তীতে এই ইটের আরও কিছু স্যাম্পল পিডব্লিউডিতে পাঠানো হয় এবং সেখানেও একই রকম ভ্যালু পাওয়া যায়।
আমদের উদ্দেশ্য হচ্ছে- ১. সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলকে মাথায় রেখে পরিবেশবান্ধব ইন্সট্রাকশন ম্যাটেরিয়াল তৈরি করা। ২. কার্বন নিঃসরণের মাত্রা কমানো। ৩. পরিবেশবান্ধব বাসস্থান ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করা।
আমাদের সফলতার মধ্যে রয়েছে-
১. এই ইট প্রস্তুত করতে খরচের পরিমাণ প্রায় শূন্য। ২. যেহেতু এগুলো প্রস্তুত করতে পোড়ানোর প্রয়োজন হয় না, তাই কার্বন নিঃসরণের মাত্রা শূণ্য।
৩. অধিক চাপ নিতে পারার ক্ষমতা থাকায়, গ্রামের মানুষেরা দীর্ঘদিন একটি মানসম্মত বাসস্থানে থাকতে পারবে।
৪. তরুণ সমাজকে গবেষণায় উদ্ভুদ্ধ করা।
তিনি বলেন, এটি কতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মখীন হয়েছি। যেহেতু এটি একটি নব্য গবেষণা তাই আমরা এখনই বলবো না এই ইট ১০০% ব্যবহারযোগ্য। আমাদের আরও বিস্তর গবেষণা করতে হবে এবং আমাদের স্পন্সরশিপের প্রয়োজন কমার্শিয়ালি এই ইট প্রস্তুত করে সবার নাগালের মধ্যে নিয়ে আসার জন্য। তবে ইতোমধ্যেই আমরা এই ইটের ব্যবহার ও বিস্তার নিয়ে গবেষণা শুরু করেছি এবং সমস্যাগুলোর সমাধান খুব দ্রুত বের করার চেষ্টা করছি।
আরমান রেজা শাহ আরো বলেন, পোড়ানো ইটের শক্তির মাত্রা থেকে মানভেদে কৃষিবর্জ্য ও মাটি দিয়ে তৈরি ইট বেশ শক্তিশালী ও পরিবেশবান্ধব। গবেষণাতেও ভালো ফলাফল পাওয়া গেছে। এই ইটের বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর উদ্যোগ নেওয়া যেতে পারে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নাদিম রেজা খন্দকার বলেন, আমরা গবেষণায় দেখেছি, কৃষিবর্জ্য ও মাটি দিয়ে তৈরি ইট পোড়ানো ইটের তুলনায় ভালো। কারণ একদিকে এটি বর্জ্য ব্যবস্থাপনায় অবদান রেখে পরিবেশ ভালো রাখবে, সেই সঙ্গে কাঁচামালের জোগানও স্থানীয়ভাবে মোকাবিলা করা যাবে।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মাটির ঘর নির্মাণ করা হচ্ছে, কারণ এই ঘরে বসবাস করা বেশ আরামদায়ক। আমরা মানুষকে মাটির ঘর নির্মাণে উদ্বুদ্ধ করতেই এই গবেষণা করেছি। সফলতাও পেয়েছি। এখন এই ইট বাণিজ্যিকভাবে উৎপাদন করতে অর্থের প্রয়োজন। সরকার আর্থিকভাবে সহযোগিতা করলে কৃষিবর্জ্য থেকে তৈরি এই ইট বাণিজ্যিকভাবে রপ্তানি করাও সম্ভব।
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –- রাষ্ট্রপতির কাছে সাত দেশের দূতের পরিচয়পত্র পেশ
- মানবাধিকার রক্ষায় সরকার সবরকম সহযোগিতা করবে
- ৩৫তম জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি
- বৃহস্পতিবার পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আওয়ামী লীগের উদ্যোগে ‘সংস্কৃতিসেবীদের মিলনমেলা’ অনুষ্ঠিত
- ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রধান আসামি বাবুর
- অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ২০০ গজ দূরে নিয়ে গেল ট্রাক
- বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত
- শরীরে ভিটামিন ডি-র ঘাটতি মেটানোর উপায়
- আপনার ফোনের জন্য বিপজ্জনক ২০৩ অ্যাপ
- বাজারে কাঁচা আমের সয়লাব, জেনে নিন গুণাগুণ
- টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা
- শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি শঙ্কামুক্ত নন
- বিয়ের পর প্রথম সাক্ষাতে স্বামী-স্ত্রীর আমল ও সুন্নত
- ৪৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিলো আইএমএফ
- ২৬০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্যমাত্রা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- বৈষম্য প্রতিরোধের আন্দোলন এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী খসরু
- ‘করোনায় আক্রান্তদের ১২ শতাংশ ডিপ্রেশনে ভুগছেন’
- পাকিস্তানে মসজিদে হামলা: ২৭ জন পুলিশসহ নিহত বেড়ে ৫৯
- বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে
- বইমেলার পর্দা উঠছে বুধবার
- চিলমারীতে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
- পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ভাতিজা হত্যায় ১০ হাজার টাকায় লোক ভাড়া করেন চাচা
- রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক রয়েছি: র্যাব ডিজি
- সারা দেশে বাড়তে পারে রাতের তাপমাত্রা
- ব্যাপক উন্নয়ন বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে: খাদ্যমন্ত্রী
- গ্রামের মানুষ শহরের সুবিধা ভোগ করছে: পানিসম্পদ উপমন্ত্রী
- ৫০-৭০ আসনে ইভিএম ব্যবহার হতে পারে: ইসি রাশেদা
- নাগেশ্বরীতে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা
- ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে ষাঁড় গরুর মই দৌড়
- বিএনপি-জামায়াতের গুজব থেকে মানুষকে সচেতন করতে হবে: ফারুক খান
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নবান্ধব: ত্রাণ প্রতিমন্ত্রী
- মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করছে সরকার
- যৌনতায় মেতে থাকতেন তারা
- ভোটে বিজয়ী না হলেও জনগণের সেবা করে যাব: প্রধানমন্ত্রী
- ২০৪০ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ
- ৯৫তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা
- বৃষ্টি নামলেই শীত, লঘুচাপের ইঙ্গিত
- জানুয়ারির মধ্যে ২ কোটি ৬০ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমির ওষুধ
- আজ রয়েছে বিপিএলের ২ টি খেলা
- ঠাকুরগাঁওয়ে গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
- জঙ্গি দমনে বিশ্বের রোল মডেল বাংলাদেশ: রাষ্ট্রপতি
- আল্লাহু আকবর ধ্বনিতে মুখর তুরাগ তীর
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক: প্রধানমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে শেখ কামাল যুব গেমসের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে ইটভাটা মালিকের ৫ লাখ টাকা জরিমানা
- শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি