• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাওয়ের হ‌রিপু‌র উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁও জেলার হ‌রিপুর উপ‌জেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। 

বুধবার সকালে হ‌রিপুর উপ‌জেলা প‌রিষ‌দের সভা ক‌ক্ষে ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ‌রিপুর উপ‌জেলা‌কে শতভাগ বিদ্যুতায়নের উ‌দ্বোধন করেন। 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন-প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে সরকারে আসতে না পারলেও অনেকগুলো বিদ্যুৎকেন্দ্র রেখে যাই। বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল। আমরা যেগুলো শুরু করেছিলাম সেগুলো শেষ করলেও জনগণ স্বস্তি পেতো। শুধু যেগুলো শেষের দিকে ছিল সেগুলো সম্পন্ন করেই তারা তৃপ্তি পেয়েছে।

আওয়ামী লীগ সরকার ২০০১ সালে যে চার হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রেখে গিয়েছিল সেটা বিএনপি তিন হাজার দুইশ মেগাওয়াটে নামিয়ে এনেছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেওয়া হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সে‌লিম, ঠাকুরগাঁও পু‌লিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, ৫০ বি‌জি‌বি'র অ‌ধিনায়ক লেফ‌টেন্যান্ট কর্নেল মুহা.সা‌মিউল চৌধু‌রী সামী, অ‌তিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) নূর কুতুবুল আলম, সাধারন সম্পাদক মুহা. সা‌দেক কুরাইশী, সাংগঠ‌নিক সম্পাদক মোস্তাক আলম টুলু, মাজহারুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় ভিডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে প্রধানমন্ত্রীর সা‌থে কথা ব‌লেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সে‌লিম ও মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল গফুর।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –