– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য ফারুক হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী, বিধবা নারীর বয়স্ক ভাতার টাকা জালিয়াতি করে আত্মসাৎ, গ্রাম পুলিশকে নির্যাতনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বর্ণিত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ ফারুক হোসেনকে অপসারণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন ১০ নং জামালপুর ইউনিয়নের  ভকতগাজী বাজার এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব প্রদান করেন বর্ণিত এলাকার বাসিন্দা শহিদুল হক। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন সহিরন বেওয়ার (বোবা মহিলা) প্রতিবন্ধী কার্ড করে দিয়ে তার প্রতিবন্ধী ভাতা ২০২১ সাল থেকে নিজের ছেলের মোবাইল নাম্বারে মাধ্যমে উত্তোলন করছেন। তাছাড়া গত মাসে টিসিবি কার্ড জমা সংক্রান্ত বিষয়ে বর্ণিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আইয়ুব আলীকে মাথা ফাটিয়ে দেয়। ইউপি সদস্য ফারুক হোসেন  প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি কার্ড বানাতে বিভিন্ন সময়ে লোকজনের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছেন এবং এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে মর্মে  জানা যায়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –