• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বালিয়াডাঙ্গীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

 
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদানের প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করা হযেছে। আজ দুপুর ২টায় উপজেলা নবনির্মিত অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে  বিপুল কুমার উপজেলা নির্বাহী অফিসার বালিয়াডাঙ্গী উপজেলা শাখা এর সভাপতিত্বে এই কর্মসুচীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ দবিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা পি আই ও সাইদুর রহমানসহ প্রমূখ। 

বালিয়াডাঙ্গী উপজেলার ০৮টি ইউনিয়নের ৬৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে উক্ত প্রনোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হবে বলে জানা যায়। তাছাড়া  মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে চিকিৎসার জন্য আর্থিক/ সাহায্য অনুদান বাবদ ৩৩ জনের মাঝে ১৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –