• শনিবার ১২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৬ ১৪৩১

  • || ০৭ রবিউস সানি ১৪৪৬

পীরগঞ্জে সার্বজনীন শিশু দিবস পালিত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

প্রতিটি শিশুর জন্য, প্রতিটি অধিকার” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সার্বজনীন শিশু দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উন্নয়ন সংস্থা গুডনেইবারস পীরগঞ্জ সিডিপিথর আয়োজনে অফিস হলরুমে এই দিবস পালন করা হয়।  

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, গুডনেইবারস পীরগঞ্জ সিডিপিথর ম্যানজার পলাশ রনি মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণু পদ রায়, পীরগঞ্জ সিডিসি সভাপতি উম্মে কুলসুম, সংস্থার প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, শিশু শিক্ষার্থী অন্যন্যা রায় ও প্রহলাদ রায় প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –