• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফারুকের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ফারুক হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলী ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ভূল্লী থানার ওসি দুলাল উদ্দীন বলেন, দুপুর ১২টার দিকে ভূল্লী থেকে গড়েয়া রোডে তুরুকপথা নামক স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্র ফারুক। এ সময় আরেকটি মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। আহতদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় ভূল্লী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –