• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

রাণীশংকৈলে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২৪  

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি আমবাগানে শুক্রবার (১০ মে) কীটনাশক খেয়ে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সকিন রাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সকিন রাম উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের শ্রী মংলু রামের ছেলে।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সকিন রায় তাদের বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করছিলেন। পরে তিনি নেকমরদ যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পিছনে জৈনেক এক ব্যক্তির আমবাগানে এসে এ ঘটনা ঘটায়।

স্থানীয়রা আরো জানায়, জুম্মার নামাজের সময় তার ভাই মীরডাঙ্গী এলাকায় সকিনকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে আমবাগানে চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয় লোকজনসহ আমবাগানে গিয়ে সকিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –