– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের     

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২  

আন্দোলনের ডাক না দিয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে তিনি বলেন, বিএনপি দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে অভ্যুত্থানের হুমকি দিচ্ছে।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। আগামী বছর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও সংসদ নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করতে কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যায়ে সদস্যপদ নবায়ন শুরু করেছে ক্ষমতাসীন দলটি। 

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতৃত্ব-সংকটে ভুগছে বলেই জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের কারাদণ্ডপ্রাপ্ত নেতাকে দেশে ফিরিয়ে আনতে অপচেষ্টা চালাচ্ছে।

কাদের বলেন, ‘বিএনপি যাকে আন্দোলনের নেতা বলছে, সে তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। জনগণ সে রকম একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ফিরিয়ে আনতে কেন সাড়া দেবে, কেন গণঅভ্যুত্থান করতে হবে। আমরা বরং প্রকৃত সত্য তুলে ধরে জনগণকে বিএনপির মিথ্যাচার আর বিভ্রান্তি থেকে মুক্ত করতে চেয়েছি।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –