• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

পাপনের বাসায় গভীর রাতে সাকিব-হাতুরু বৈঠক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩  

   
তামিম ইকবাল ইস্যুতে সম্প্রতি বেশ বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করেছেন শীর্ষ বোর্ড কর্তারা। সংবাদমাধ্যম থেকে জানা যায়, চোট থাকায় বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলার কথা জানিয়েছেন এই ওপেনার।

অন্যদিকে তামিমের এই দাবি মানলে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়ে রাখেন সাকিব আল হাসান। এ অবস্থায় সোমবার রাতে ফের পাপনের বাসভবনে আলোচনা চলে। এবার বোর্ড সভাপতি পাপন বৈঠক করেন সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে।

তাদের আলোচনা শুরু হয় রাত ১১টা ৫০ মিনিটে। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় বের হয়ে যান সাকিব। এর আগে গেল শনিবার তামিম জানান, তিনি পুরোপুরি ফিট নন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় ভুগেছেন অস্বস্তিতে। যে কারণে বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপরাগতা জানিয়েছেন তামিম।

এদিকে তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। অবশ্য বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –