• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বাক্কো’র সদস্যদের বিনা জামানতে ঋণ দেয়ার ঘোষণা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সদস্যদের বিনা জামানতে ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। রোববার বিকেলে বাক্কো’র আয়োজনে ‘বাক্কো-আইপিডিসি কোলেবারেশন’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সরকারের বিভিন্ন নীতি ও প্রণোদনার সুফল পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। করোনার সময় আইপিডিসির বিনা জামানতে ঋণসুবিধাসহ বিভিন্ন উদ্যোগ দেশীয় শিল্পপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমিনুল ইসলাম, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আইপিডিসি ফাইন্যান্সের হেড অব আইটি আলেয়া আর ইকবাল প্রমুখ।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘কল সেন্টার, আউটসোর্সিং প্রতিষ্ঠানসহ আইটি শিল্প খুবই সম্ভাবনাময় খাত। তাই আমরা বাক্কোর ১৫০ সদস্যদের জন্য বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছি। চাহিদার ভিত্তিতে আইটির অন্য প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিতে প্রস্তুত আছি।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –