নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২

নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুই শতাধিক নারী। শুধু নান্দনিক নকশিকাঁথাই নয় এখানকার নারীরা শাড়ি, ওয়ান পিস, টু-পিস, থ্রি-পিস ও সালোয়ার কামিজসহ হাতের তৈরি বিভিন্ন ধরেনর পোশাক তৈরি করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার উদয়সাগর এলাকার শেফালির বেগমের বাড়িতে অর্ধশত নারী নকশিকাঁথার কাজ করছেন। এদের মধ্যে কেউ বারান্দায়, কেউ উঠানে, আবার কেউ গাছ তলায় বসে শাড়ি, থ্রি-পিস ও সালোয়ার কামিজসহ বিভিন্ন পোশাকে আঁকছেন সুই আর রঙিন কারুকাজ। নিপুণ হাতের ছোঁয়ায় একেকটি পোশাকে ফুটে উঠছে নান্দনিক সব নকশা। সুবিধা হইলো কর্মীরা নিজের বাড়িতে নিয়ে গিয়েও নকশীকাঁথার কাজ করতে পারছেন।
কাজের ফাঁকে কথা হয় নারী কারিগরদের সঙ্গে। তারা জানান, কিছুদিন আগেও তাদের সংসারে অভাব ছিল। পরে প্রশিক্ষণ নিয়ে কাপড়ের নকশার কাজ করায় এখন বাড়তি উপার্জন হচ্ছে। তারা প্রত্যেকই চাদর, শাড়ি ও জামায় কাজ করে মজুরি হিসেবে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করছেন।
উদয়সাগর এলাকার মমিনুল ইসলামের স্ত্রী সোহাগী বেগম (৩৬) বলেন, সপ্তাহে একদিনও আর বসে থাকতে হয় না আমাদের। পারিবারিক কাজের ফাঁকে এখানে কাজ করা যায়। এখানে কাজ করে পরিবারকে সাহায্য করতে পারছি। নকশিকাঁথা তৈরি করে স্বাবলম্বী হচ্ছি।
একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিলা বেগম (৩৮) বলেন, এখান থেকে আয় করে তিন ছেলে-মেয়েকে নিয়ে আর চিন্তা করতে হয় না। লেখা-পড়ার খরচ, বাড়ির বিদ্যুৎ বিলসহ ছেলে মেয়েদের আবদারসহ নিজের সখ পূরণ করতে পারছি।
নকশার কাজ করতে আসা পলাশবাড়ি সরকারি কলেজের স্নাতকের ১ম বর্ষের শিক্ষার্থী লামিয়া আক্তার জাগো নিউজকে বলেন, পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তবে শেফালি আপার সঙ্গে কাজ করে আমার সেই দুশ্চিন্তা দূর হয়েছে। আমি লেখাপড়ার পাশাপাশি নকশিকাঁথার কাজ করে আয় করে পরিবারকে সহযোগিতা করতে পারছি।
পলাশবাড়ি মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আনিকা আক্তার বলেন, লেখাপড়ার খরচসহ নিজরে প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারতেছি। এখন আর পরিবার থেকে টাকা পয়সা নিতে হয়না বরং এ আয় থেকে বিভিন্ন সময় পরিবারকে সহযোগিতা করতে পারি।
উদ্যোক্তা সেফালি বেগম নিজেকে উদ্যোক্তা হিসেবে দাঁড় করিয়েছেন। নিজে প্রশিক্ষণ নেওয়া পাশাপাশি গ্রামের ৭৫ জন নারী কর্মীকে বিআরডিবি থেকে প্রশিক্ষণ পাইয়ে দিয়েছেন। সেইসঙ্গে তার গ্রামের দুস্থ নারী ও শিক্ষার্থীদের আয়ের পথ তৈরি করেছেন।
বেসরকারি চাকরিজীবী স্বামী নিয়ে সংসারে সঙ্গে তিন সন্তান। এক সময় খরচের টাকার যোগান দিতে বিচলিত হয়ে পড়েন তিনি। কোনো কূলকিনারা না পেয়ে সময় কাটানোর জন্য নিজের খেয়াল খুশি মতো তৈরি করেন একটি নকশিকাঁথা। সেই কাঁথা প্রতিবেশী এক নারী ১২০০ টাকায় তা কিনে নেয়ায় আত্মবিশ্বাসী হয়ে পড়েন তিনি। স্বজনদের সঙ্গে পুরোদমে কাজ শুরু করেন। কঠোর পরিশ্রমে গড়ে তুলেছেন নকশীর দুই শতাধিক সদস্যের এ পরিবার। স্বামী ও পরিবারের সকলের সহযোগিতায় দশ বছর ধরে কাজ করছেন শেফালি।
এখানে তৈরি হয় নকশিকাঁথার পাশাপাশি মেক্সি, বেবি টপ, ওড়না, শাড়ি, ওয়ান পিচ, টুপিচ থ্রি-পিস, বেডশিড, নকশি চাদর, কুশন, কভারসহ বিভিন্ন আধুনিক পণ্য। তার প্রতিষ্ঠানের তৈরি পোশাক ও নকশিকাঁথা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উদ্যোক্তারা তাকে চাহিদা পাঠাচ্ছে।
এ বিষয়ে নারী উদ্যোক্তা সেফালি বেগম বলেন, নিজের জন্য এবং গ্রামের অসহায় কর্মহীন নারীদের জন্য কিছু করতে পারাটা গর্বের বিষয়। বিআরডিবি প্রশিক্ষণ শেষে ঋণ নিয়ে সীমিত পরিসরে কাজ শুরু করি। আমার আজকের এ অবস্থানের পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমার কারিগরদের। নকশিকাঁথার চাহিদা বাড়ছে প্রতিনিয়ত।
গাইবান্ধা জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আব্দুর সবুর বলেন, জেলায় অসহায়-কর্মহীন নারীদের স্বাবলম্বী ১৭ হাজার ৮২০ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছি। এরমধ্যে ১০ হাজারেরও বেশি কর্মসংস্থানে যুক্ত আছে। আর প্রায় দেড় হাজার জন নারীকে সেলাই প্রশিক্ষণসহ ঋণ সহায়তা দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের পাশে থাকাসহ সহায়তার সব ধরণের পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নে জেলায় ২২টি পণ্য ভিত্তিক পল্লি গড়ে উঠেছে। এরমধ্যে জেলায় ৭টি নকশিকাঁথা পল্লি গড়ে তোলা হয়। এতে ১৮৭০ টি পরিবার এ কাজে অন্তর্ভুক্ত রয়েছে।
– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –- রাষ্ট্রপতির কাছে সাত দেশের দূতের পরিচয়পত্র পেশ
- মানবাধিকার রক্ষায় সরকার সবরকম সহযোগিতা করবে
- ৩৫তম জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি
- বৃহস্পতিবার পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আওয়ামী লীগের উদ্যোগে ‘সংস্কৃতিসেবীদের মিলনমেলা’ অনুষ্ঠিত
- ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রধান আসামি বাবুর
- অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ২০০ গজ দূরে নিয়ে গেল ট্রাক
- বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত
- শরীরে ভিটামিন ডি-র ঘাটতি মেটানোর উপায়
- আপনার ফোনের জন্য বিপজ্জনক ২০৩ অ্যাপ
- বাজারে কাঁচা আমের সয়লাব, জেনে নিন গুণাগুণ
- টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা
- শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি শঙ্কামুক্ত নন
- বিয়ের পর প্রথম সাক্ষাতে স্বামী-স্ত্রীর আমল ও সুন্নত
- ৪৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিলো আইএমএফ
- ২৬০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্যমাত্রা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- বৈষম্য প্রতিরোধের আন্দোলন এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী খসরু
- ‘করোনায় আক্রান্তদের ১২ শতাংশ ডিপ্রেশনে ভুগছেন’
- পাকিস্তানে মসজিদে হামলা: ২৭ জন পুলিশসহ নিহত বেড়ে ৫৯
- বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে
- বইমেলার পর্দা উঠছে বুধবার
- চিলমারীতে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
- পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ভাতিজা হত্যায় ১০ হাজার টাকায় লোক ভাড়া করেন চাচা
- রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক রয়েছি: র্যাব ডিজি
- সারা দেশে বাড়তে পারে রাতের তাপমাত্রা
- ব্যাপক উন্নয়ন বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে: খাদ্যমন্ত্রী
- গ্রামের মানুষ শহরের সুবিধা ভোগ করছে: পানিসম্পদ উপমন্ত্রী
- ৫০-৭০ আসনে ইভিএম ব্যবহার হতে পারে: ইসি রাশেদা
- নাগেশ্বরীতে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা
- ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে ষাঁড় গরুর মই দৌড়
- বিএনপি-জামায়াতের গুজব থেকে মানুষকে সচেতন করতে হবে: ফারুক খান
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নবান্ধব: ত্রাণ প্রতিমন্ত্রী
- মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করছে সরকার
- যৌনতায় মেতে থাকতেন তারা
- ভোটে বিজয়ী না হলেও জনগণের সেবা করে যাব: প্রধানমন্ত্রী
- ২০৪০ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ
- ৯৫তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা
- বৃষ্টি নামলেই শীত, লঘুচাপের ইঙ্গিত
- জানুয়ারির মধ্যে ২ কোটি ৬০ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমির ওষুধ
- আজ রয়েছে বিপিএলের ২ টি খেলা
- ঠাকুরগাঁওয়ে গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
- জঙ্গি দমনে বিশ্বের রোল মডেল বাংলাদেশ: রাষ্ট্রপতি
- আল্লাহু আকবর ধ্বনিতে মুখর তুরাগ তীর
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক: প্রধানমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে শেখ কামাল যুব গেমসের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে ইটভাটা মালিকের ৫ লাখ টাকা জরিমানা
- শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি