• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের উদ্যোগে ‘সংস্কৃতিসেবীদের মিলনমেলা’ অনুষ্ঠিত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির উদ্যোগে ‘সংস্কৃতিসেবীদের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে এ অনুষ্ঠানে দেশের সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান তারকারা উপস্থিত ছিলেন।

সংস্কৃতিসেবীদের মিলনমেলা উপলক্ষে শিল্পকলা একাডেমির মাঠ বর্ণিলভাবে সাজানো হয়। বিকেল ৩টার দিকে সাংস্কৃতিক অঙ্গনের তারকারা মাঠে উপস্থিত হতে থাকেন। খ্যাতিমান কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, চলচিত্র অভিনেতা, অভিনেত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

বিকেল ৫টার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, নির্মল চ্যাটার্জি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, চিত্রনায়ক ফেরদৌস, জায়েদ খান, অভিনেতা ডিপজল, হাছান মাসুদ, অভিনেত্রী তারিন, আফসানা মিমি প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি করেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গান পরিবেশন করেন জলের গান ব্যান্ডের শিল্পীরা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –