• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আবর্জনার আগুনে পুড়লো টাইলস কারখানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

নীলফামারী সদর উপজেলায় একটি টাইলস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার টুপামারী এলাকার সানিটা সিরামিক (টাইলস ইউনিট) প্রাইভেট লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, কারখানার পাশে বাঁশঝাড়ের আবর্জনা পোড়াতে স্থানীয়রা আগুন দেয়। সেই আগুন বাতাসে উড়ে গিয়ে কারখানায় ব্যবহারের জন্য রাখা কয়লায় লাগে। এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়ে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আগুনে কারখানায় থাকা অব্যবহৃত কয়লা ও কাঠ পুড়ে যায়।

নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মূল ফাক্টরিতে আগুন না লাগায় কর্তৃপক্ষের কোনো অভিযোগ ছিল না। তবে ৪০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –