• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

মাদক কারবারিদের হামলায় র‍্যাবের ২ সদস্য আহত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

 
দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর নয়াবাড়ী ভারতীয় সীমান্ত এলাকায় র‍্যাবের ৪ সদস্যের সঙ্গে স্থানীয় মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৯ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন র‍্যাবের দুই সদস্যরা হলেন গোলাম রহমান (৩৫) ও এনামুল হক (২৬)।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সাদা পোশাকে র‍্যাবের ৪ সদস্য স্থানীয় এক মাদক কারবারির কাছে মাদক কেনার জন্য ৩ হাজার টাকা দেন। পরে ওই মাদক কারবারিরা ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সরবরাহ করতে এলে র‍্যাব সদস্যরা তাকে আটক করেন। এসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে এলাকাবাসী কয়েকজন র‍্যাব সদস্যের দিকে তেড়ে আসেন এবং মারধর শুরু করেন। র‍্যাবের সদস্যরা বন্দুক উঁচিয়ে ফাঁকা গুলি ছুঁড়লে এলাকাবাসী ছত্রভঙ্গ হয়ে যান। র‍্যাব সদস্যরাও এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর র‍্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের এএসপি আব্দুর রাজ্জাক বলেন, শনিবার বিকেলে র‍্যাবের একটি আভিযানিক দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে দাইনুর সীমান্ত এলাকায় যান। সেখানে মাদক কারবারিদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। সাদা পোশাকে থাকার কারণে র‍্যাবের সদস্যরা স্থানীয়দের তোপের মুখে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। মাদক কারবারিদের সঙ্গে হতাহতের সময় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুই সদস্যই চিকিৎসাধীন আছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –