• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

৪০ লাখ টাকা নিয়ে মসজিদের ইমাম উধাও

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ৪০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন আতিকুর রহমান নামে এক মসজিদের ইমাম।

রোববার দুপুরে প্রতারক ইমামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগছ এলাকার ২০টি পরিবার।

ভুক্তভোগীদের অভিযোগ, আতিকুর রহমানকে গত বছর ঐতিহ্যবাহী মালিগছ বামনপাড়া জামে মসজিদের  ইমাম হিসেবে নিয়োগ দেয় কমিটি। ওই সময় আতিকুর রহমান নিজের পরিচয় গোপন রেখে মিথ্যা পরিচয়ে ইমামের চাকরি নেন। তার কিছুদিন পর ইমামতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা খুলে লাভ দেওয়ার কথা বলে গ্রামের বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নিয়েছেন। ধার নিয়েছেন মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকেও। এসব টাকা ভুক্তভোগীরা চাপ দিলে গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে পালিয়ে যান ওই ইমাম। এদিকে প্রায় ৪০ লাখ টাকা এভাবে হাতিয়ে রাতে অন্ধকারে ইমামের পালিয়ে যাওয়ার ঘটনায় টাকার শোকে চোখের পানি ফেলছেন ভুক্তভোগীরা। 

শাহিনা বেগম বেগম বলেন, হুজুর (ইমাম) আমার বাসায় ভাড়া থাকতেন। আমার পরিবার থেকে তিনি ২ লাখ ২১ হাজার টাকা হাওলাত নিয়েছেন। 

মসজিদের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, এই ইমাম এমন প্রতারক হবে তা আমরা জানতাম না। তিনি আমাদের মসজিদের ইমামতি, বিভিন্ন মাহফিলে ওয়াজ করেছেন। তা দেখে আমরা খুব বিশ্বাস করেছিলাম। সে আমাদের এখানে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা নিয়ে এভাবে রাত ৩-৪ টার দিকে উধাও হয়ে যাবে তা ভাবতে পারিনি। 

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী জানান, এটি বড় ধরনের অপরাধ। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –