• শনিবার ১২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৬ ১৪৩১

  • || ০৭ রবিউস সানি ১৪৪৬

বিরলে যুবকের লাশ উদ্ধার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের বিরল উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ধামইড় ইউনিয়নের কেশবপুর রেল ব্রিজ এলাকার ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, নিহত ঐ ব্যক্তির শরীর রক্তাক্ত জখম ও হাত-পা ভাঙা। ট্রেন থেকে পড়ে বা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিরল থানার ওসি গোলাম মাওলা শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এছাড়া এ বিষয়ে রেলওয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –