• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, চীনের সহযোগিতায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অংশ হিসেবে প্রথম দফায় সাড়ে চারশ জনের ক্লিয়ারেন্স প্রসেস চলছে। সব মিলিয়ে ১১০০ রোহিঙ্গাকে পাঠানোর প্রক্রিয়া চলছে। গতকাল রোববার সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে মিয়ানমারের প্রতিনিধিদল এসেছে। সার্বিক পরিস্থিতি মিলিয়েই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে। সব মিলিয়ে ১১০০ রোহিঙ্গাকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, মিয়ানমার পক্ষের ইতিবাচক সাড়া থাকলে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে। গত ৫-৬ মাসে মিয়ানমার পক্ষের ইতিবাচক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থা অপরিবর্তিত থাকলে আশা করা যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত হবে।

গত বছরের ডিসেম্বরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ বছরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন চীনের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত জিমিং।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –