• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে: জাহিদ ফারুক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪  

 
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে। সোমবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠানে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সম্মেলনে জেলা প্রশাসকরা ২০টি প্রস্তাবনা দিয়েছেন। তবে প্রস্তাবনা পাঠালেই তা নিয়ে কাজ করা যায় না। প্রধানমন্ত্রীর নির্দেশ হলো ৫০ কোটি টাকার ওপরে কোনো প্রকল্প এলে সেটার সমীক্ষা করা লাগে। এরপর আমরা এলাকাবাসীর দাবি ও নদী ভাঙনসহ প্রাসঙ্গিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এতে অবৈধ নদী দখল রোধ করা যায়। এ ছাড়া কাজের গতিও বাড়ে। পাশাপাশি প্রকল্প দেখভালের জন্য একটি টিমও তৈরি করা হয়। যারা আমাদের প্রতিবেদন দিয়ে থাকেন। আশা করছি, এভাবেই প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য তা বাস্তবায়িত হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –