• শনিবার ১২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউস সানি ১৪৪৬

ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি বুধবার শুরু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

আগামীকাল বুধবার থেকে ঈদে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এদিন থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীদের অনলাইনে এ টিকিট কিনতে হবে। যাত্রীদের টিকিট সহজলভ্য করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

জানা গেছে, ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩ এপ্রিল। ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল। ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল। ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল, ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল। ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। 

এছাড়া যাত্রীদের অনুরোধে যাত্রা শুরুর আগে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদযাত্রা ও ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এ টিকিট রিফান্ড করা যাবে না।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –