• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়ম বিষয়ে প্রেস ব্রিফিং

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

আজ বেলা ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অনিয়ম ও প্রতারক চক্র ব্যক্তিদের গ্রেফতারের ব্যাপারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেনঃ মোঃ মনিরুজ্জামান (পুলিশ কমিশনার, বিপিএম পিপিএম বার), মোঃ মারুফ হোসেন (ডিসি ক্রাইম, মেট্রোপলিটন রংপুর), মোঃ আবু বক্কর সিদ্দিক (সিটিএসবি রংপুর), মোঃ আরিফুজ্জামান (এসি, মেট্রোপলিটন রংপুর), প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

জানা যায়, মোট গ্রেফতারকৃত  পরীক্ষার্থী ১২জন, শিক্ষক ০৩ জন, প্রতারক সিন্ডিকেট চক্রের সদস্য ৫ জন, সর্বমোট গ্রেপ্তারকৃত ব্যক্তি-২০জন এর মধ্যে পুরুষ ১২ জন মহিলা ০৮ জন । এছাড়াও ১০টি ডিভাইস উদ্ধার করা হয়, মোট ৮০টি মোবাইল জব্দ করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –