• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

রাত ৯টার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জমায়েত নিষিদ্ধ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাত ৯টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত সবধরনের বহিরাঙ্গন কার্যক্রম (খেলাধুলা, অনুষ্ঠানাদি) ও যে কোনো ধরনের জমায়েত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –