• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নিউইয়র্কের বাফেলোতে ‘ব্লিজার্ড হিরো’ সম্মাননা পেলেন দুই বাংলাদেশি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

নিউইয়র্কের বাফেলোতে ‘ব্লিজার্ড হিরো’ সম্মাননা পেলেন দুই বাংলাদেশি           
নিউইয়র্ক রাজ্যের বাফেলো সিটিতে ‘ব্লিজার্ড হিরো’ সম্মাননা পেয়েছেন দুই বাংলাদেশি মোহাম্মদ তাজুল ইসলাম মানিক ও মোহাম্মদ ওসমান শিমুল। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বাফেলো সিটির স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ক্যাম্পবেল স্টুডেন্ট ইউনিয়ন হলে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল।

বাফেলো সিটিতে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ভয়াবহ তুষারঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন একদল বাংলাদেশি। তাদের মধ্য থেকে মোহাম্মদ তাজুল ইসলাম মানিক ও মোহাম্মদ ওসমান শিমুলকে ‘ব্লিজার্ড হিরো’ হিসেবে ‘দ্য গভর্নরস মেডেল অব পাবলিক সার্ভিস’ সম্মাননা দেয়া হয়।

তুষারঝড় পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয় বাফেলো সিটিতে বাংলাদেশি মালিকানাধীন লাভবার্ডস রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠানটির পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন স্বত্বাধিকারী মোহাম্মদ আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাফেলো সিটির মেয়র বায়রন ব্রাউন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বাফেলোতে বয়ে যাওয়া ভয়াবহ তুষারঝড়ে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্ক রাজ্য সরকার জরুরি অবস্থা জারি করেছিল।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –