– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই: চিফ হুইপ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

 
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পরাজিত শক্তি থেমে নেই। স্বাধীনতার পর যে নীল নকশার মাধ্যমে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এখনো ষড়যন্ত্র চলছে। কিছুদিন আগেও একটি দলের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তাদের এই অপরাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।

শনিবার মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদে পৌরসভা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, যখনই দেশ এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যখনই ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিক যাচ্ছি, তখনই দেশবিরোধী শক্তি আমাদের পেছনের দিকে টানতে শুরু করেছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের পেছনে ফিরে তাকালে চলবে না। প্রধানমন্ত্রীর দিকে সহযোগিতার হাত বাড়িযে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল ইসলাম, যুগ্ম সচিব মো. জসিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেওয়ান কামাল আহমেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –