• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

তিন দশক পর ফিলিস্তিনে সৌদি প্রতিনিধি দল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

সৌদি আরব গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিনিধিদল পাঠিয়েছে অধিকৃত পশ্চিম তীরে। 

মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত সৌদি আরবের অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির নেতৃত্বে প্রতিনিধিদলটি জর্ডান থেকে স্থলবন্দর রামাল্লায় পৌঁছেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাকে অভ্যর্থনা জানাবেন ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল মালিকি। এরপর তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। 

১৯৯৩ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটিই সৌদি প্রতিনিধিদলের প্রথম পশ্চিমতীর সফর।

আল-সুদাইরি বর্তমানে জর্ডানে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত আছেন। গত আগস্টে তিনি ফিলিস্তিনের অনাবাসিক রাষ্ট্রদূত আর জেরুজালেমের কনসাল জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –