• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

গরমে চা পানের অভ্যাসে আনুন বদল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২৩  

 
সকালে ঘুম ভাঙলে এক কাপ চমৎকার গরম চা যেন দিনটাই সুন্দর করে তোলে। কিন্তু ঝামেলাটা হয় তখন চা পানে যখন পেটের গোলমাল হয়। তাই সরাসরি চা না পান করে কিছু উপাদান মিশিয়ে নিতে পারেন। খুব পরিচিত কয়েকটি উপাদান। যেমন:  

পেস্তা
পেস্তা চায়ে মেশালে চায়ের স্বাদ অনেক বেড়ে যায়। তাছাড়া মানসিক অবসাদ দূর করতেও এর জুড়ি নেই। 

দারুচিনি
দারুচিনিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ক্লান্তি ও অবসাদ দূর হয়। পাশাপাশি পেটের গোলমাল বা সর্দিগম্যিতেও কাজে আসে। 

লবঙ্গ
ঠাণ্ডা হলে লবঙ্গ দেয়া চা খাওয়া হবেই। তবে লবঙ্গ দেয়া চা খেলে পেটের গোলমাল বা গ্যাস কমাতেও সুবিধা পাবেন। 

তুলসি
তুলসি পাতা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী৷ বিশেষত ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য তুলসি পাতা দেওয়া চা অনেক উপকারি। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –