• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা লকডাউন ঘোষণা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১১ এপ্রিল থেকে রাত ১২টার পর থেকে এটি কার্যকর হয়েছে বলে জানান হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। 

তিনি বলেন- আগামী ২৪ এপ্রিল শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে। 

লকডাউনের বিষয়ে উপজেলা প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, উপজেলার প্রধান সড়ক সমূহে সকল যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। প্রশাসনের গাড়ী ও জরুরী সেবার গাড়ী ছাড়া অন্যান্য গাড়ীর ক্ষেত্রে চেকিং সাপেক্ষে চলাচল করতে পারবে। 

স্থানীয় সরকারের প্রতিনিধিগণ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকগণ অনুমতি পত্র সহ যানবাহনে ভ্রমণ করতে পারবেন। ঔষধের দোকান ব্যতিত বাকি সব নিত্য প্রয়োজনীয় দোকান বিকাল ৪টার পর্যন্ত খোলা থাকবে। এ নিয়ম না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –