• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত   

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

 
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ পুলিশ সদস্যদের স্মরণসহ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ঠাকুরগাঁও জেলার ৫ জন শহীদ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। 

এসময় ঠাকুরগাঁও পুলিশ কমান্ড্যান্ট (এসপি) নাসির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার-সিআইডি, সহকারী পুলিশ সুপারসহ (পিবিআই) জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –