– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস      

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের প্রয়াগপুরে শনিবার (১ এপ্রিল) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওইদিন দুপুরে প্রয়াগপুরের ধামেরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক গোলাম ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। তিনি তার বক্তব্যে কৃষক মাঠ দিবসের উদ্দেশ্যসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন ডিপিডি রেজাউল ইসলাম, কৃষক আখতারুল ইসলাম, খলিলুর রহমান, পয়গাম আলী, মহসিন আলী, ইসমাম আলী প্রমুখ। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –