• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস      

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের প্রয়াগপুরে শনিবার (১ এপ্রিল) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওইদিন দুপুরে প্রয়াগপুরের ধামেরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক গোলাম ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। তিনি তার বক্তব্যে কৃষক মাঠ দিবসের উদ্দেশ্যসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন ডিপিডি রেজাউল ইসলাম, কৃষক আখতারুল ইসলাম, খলিলুর রহমান, পয়গাম আলী, মহসিন আলী, ইসমাম আলী প্রমুখ। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –