• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগঞ্জে ট্রান্সফরমারসহ মাটিতে লুটিয়ে পড়ে ছিল চোর

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি বিদ্যুৎ কুমার চৌধুরী।

তিনি জানান, উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামে বৈদ্যুতিক খুঁটি থেকে নামানো একটি ট্রান্সফরমারসহ এক ব্যক্তিকে শনিবার সকালে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, শুক্রবার রাতের কোনো এক সময় ওই গ্রামের চৌধুরী এগ্রো ইন্ডাস্ট্রিজের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তি চুরি করতে গিয়ে বৈদ্যুতায়িত ঘটনাস্থলেই মারা যান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –