• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

রাণীশংকৈলে পুকুর খননে মিলল দুধের মতো পানি, এলাকাজুড়ে চাঞ্চল্য

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাও ইউনিয়নের বাবুনদিঘী গ্রামে একটি পুকুর খননের সময় দেখা মিলেছে আশ্চর্য রকমের পানি। পুকুরের একপাশ থেকে বের হচ্ছে স্বাভাবিক পানি। আর অন্য পাশে দেখা মিলছে প্রায় দুধের মতো সাদা রঙের পানি।

উপজেলার বামনদিঘী গ্রামের আবুল হোসেন তার নিজ জমিতে পুকুর খননের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, এলাকাবাসীর গুঞ্জন শুনে বিষয়টি দেখতে আসি। এসে দেখি পুকুরের একপাশে সাদা পানি, যা দেখতে প্রায় দুধের মতোই এবং অপর পাশে স্বাভাবিক পুকুরের পানি দেখা মিলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার দেখে মীরডাঙ্গি এলাকা থেকে ছুটে এসেছেন আকবর আলী এক ব্যক্তি। তিনি বলেন, ফেসবুকে পুকুরে দুধের মতো পানি দেখে অবিশ্বাস্য মনে হয়েছিল। সেজন্য ঘটনাটি দেখতে আসি। এসে দেখলাম সত্যিই একপাশে সাদা অংশ, যা দেখতে প্রায় দুধের মতো এবং অপর পাশে স্বাভাবিক পানি।

হোসেনগাও ইউনিয়নের বাবুনদিঘী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো আমি সেখানে যাইনি। লোকজন বলছেন- বামন পুকুরের পাশেই দুইটি ছোট ছোট পুকুর খনন করা হয়েছে। এরমধ্যে একটিতে দুধের মতো সাদা পানি এবং অপরটিতে স্বাভাবিক পানির দেখা মিলেছে। এ নিয়ে এলাকায় মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রাণীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন বলেন, এমন একটি বিষয় শুনেছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করব।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –