– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ৩০ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ে ৩০ বছর আগে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন নুর বক্ত (৫০) নামে এক ব্যক্তি। ওই সময় থেকেই পালাতক ছিলেন তিনি। দীর্ঘ ৩০ বছর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে জেলার বালিয়াডাঙ্গী থানা পুলিশের হাতে রংপুর থেকে গ্রেফতার হন তিনি।

বালিয়াডাঙ্গী থানা সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন নুর বক্ত। তখন থেকেই তিনি পলাতক ছিলেন। ওয়ারেন্টভুক্ত নুর বক্ত ৩০ বছর বিভিন্ন জায়গাতে অবস্থার পরিবর্তন করেছেন। মঙ্গলবার ভোরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ রংপুর থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি নুর বক্ত বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া এলাকার মরহুম দবির উদ্দীনের ছেলে।

বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, ১৯৯৩ সাল থেকে অর্থাৎ ৩০ বছর পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুর বক্তকে রংপুর থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক নুর বক্তকে গ্রেফতার করতে সহায়তা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১৩)।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –