• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

পীরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

 
পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক ও জিয়াউর রহমান সড়কের দুই ধারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রির জন্য অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে পাঁচ দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক উপস্থিত ছিলেন।

পৌর মেয়র জানান, ফুটপাত দখল করে ব্যবসা চালানোয় শহরে যানজট ও দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারীদের। মাইকিং এবং অবৈধ দখলদারদের বারবার নোটিশ দিয়েও কাজ হয়নি। তাই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –