• বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৩ ১৪৩১

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

পীরগঞ্জে স্ত্রীর দাবি নিয়ে যুবকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক যুবককে স্বামী দাবি করে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়িতে অনশন শুরু করছেন এক কলেজছাত্রী।

বুধবার সকাল থেকে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় স্বামী সাজুর বাড়িতে অনশনে বসেছেন তিনি। এদিকে এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন ওই যুবক।

ওই কলেজছাত্রী পীরগঞ্জ মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

কলেজছাত্রী জানান, পীরগঞ্জ পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মুদি দোকানি হিরণের ছেলে সাজুর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এক বছর আগে ইসলামি শরীয়ত মোতাবেক বিয়েও করেছেন তারা। সে কারণে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দু’জনে বিভিন্ন এলাকায় চলাফেরাও করেছেন। বিষয়টি ওই কলেজছাত্রীর পরিবার জেনে যাওয়ার পর তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এ অবস্থায় বাড়ির লোকজনের প্রস্তাবে রাজি না হয়ে বুধবার সকালে সাজুর বাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেছেন তিনি। সাজু ও তার পরিবার তার এ বিয়ে মেনে না নিলে বা তিনি স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই কলেজছাত্রী।

এ বিষয়ে সাজুর বাবা হিরণ জানান, ওই মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি শুনেছিলেন। তবে বিয়ের কথা তিনি জানেন না।

এ বিষয়ে ওই কলেজছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রশিদুল ইসলাম জানান, দুই পক্ষের সঙ্গে বসে এটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –