• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে শিক্ষক-কর্মচারী সমাবেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

 
আজ সকাল ১০টা থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারী সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ শুরু হয়েছে। 

এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক মোঃ পবারুল ইসলাম। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো: আবুল কাশেম, সহ সভাপতি আহসানুল হক মুকুল, সহ সভাপতি আতিয়ার রহমান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ ঠাকুরগাঁও জেলার  মাধ্যমিক স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –