• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বিএনপির যৌথ সভায় দুই গ্রুপের তুমুল সংঘর্ষ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির যৌথ সভায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধনতলা ইউনিয়নের দৌলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

দলীয় একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকালে যৌথ সভা শুরুতে বক্তব্য দিতে শুরু করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ। এ সময় ধনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজন বক্তব্য বন্ধ করে দিয়ে সেলিম জাবেদকে সভাপতি উল্লেখ করে টাঙানো অনুষ্ঠানের ব্যানার খুলতে বলেন। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাদেকুল ইসলামসহ তার চার অনুসারী আহত হন।

ধনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাবেদ বলেন, ব্যানারে সাদেকুল ইসলামের নাম না লেখায় সভা পণ্ড করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় নেতাকর্মীদের মারধর ও বাধার মুখে পালিয়ে যায়।

এদিকে ধনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাদেকুল ইসলাম বলেন, গোপনে কমিটি করে সেলিমকে সভাপতি করা হয়েছে। আমরা এ কমিটি মানি না। তাই ব্যানার খুলতে বলা হয়েছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রায় এক বছর ধরে ধনতলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কোন্দল চলছে। একাধিকবার উপজেলা বিএনপির নেতারা সমাধানের চেষ্টা করলেও হয়নি। এর আগেও দ্বন্দ্বের কারণে ওই ইউনিয়নে প্রতিবাদ সভা, ঝাড়ু মিছিল করতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –