• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত ‘আত্মকথন’এর উদ্বোধন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

ঠাকুরগাঁও জেলার বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ঘটনা ও স্মৃতি নিয়ে নির্মিত আত্নকথন শীর্ষক ভিডিওচিত্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই ভিডিওচিত্র সংকলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার লিজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সোলোমান আলীসহ জেলা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ধরে রাখতেই এই কার্যক্রম শুরু করা হয়। জেলার ৭৮৫ জন বীর মুক্তিযোদ্ধার ৬১৫টি খণ্ড নির্মিত করা হয়। খণ্ড চিত্রের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, প্রশিক্ষণ গ্রহণ, রণকৌশল ও গেরিলা যুদ্ধসহ যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা, অভিযান, স্মৃতি স্বতস্ফূর্তভাবে উঠিয়ে আনা হয়। – দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –