• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ফেলে দেওয়া বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করছেন ঠাকুরগাঁওয়ের মুদি ব্যবসায়ী সওদাগর বর্মন। সদর উপজেলার ঢোলারহাটে তার এই বাড়ি দেখতে প্রতিদিনই আসছেন অনেকে। আগ্রহ নিয়ে দেখছেন বৈচিত্র্যময় এই বাড়ি। 

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মুদি ব্যবসায়ী সওদাগর বর্মন। তার দোকানে ব্যবহৃত প্লাস্টিকের বোতল এবং সংগ্রহ করা দেড় মণ বোতল দিয়ে শুরু করেন বাড়ি নির্মাণ। ইটের বদলে প্লাস্টিকের বোতলে বালুভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশবান্ধব বাড়ি তৈরির কাজ করছেন তিনি। 

বর্তমানে ঘর তৈরির কাজ প্রায় শেষের দিকে। ১ কক্ষের বাড়িটি নির্মাণে খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা৷ প্রতিনিয়ত তার এই বাড়ি দেখতে আসছেন অনেকে। বাড়ছে উৎসুক জনতার ভিড়৷ 

শহর থেকে ঘর দেখতে এসেছেন আবির ইমরান। তিনি বলেন, ইটের বদলে যে বোতল ব্যবহার করে বাসা তৈরি করা যায় তা আগে জানা ছিল না। বিষয়টি ভিন্ন রকম। ইট দিয়ে যে দেয়াল করা হতো এটা তার থেকে বেশি শক্ত মনে হচ্ছে। 

মুদি ব্যবসায়ী সওদাগর বর্মণ জানান, ইউটিউব দেখেই শিখেছেন বোতল বাড়ি তৈরির কাজ। আগামী মাসের মধ্যে বাড়িটির কাজ সম্পূর্ণ করার ব্যাপারে আশাবাদী তিনি।এ ছাড়াও এমন প্লাস্টিকের বোতল দিয়ে কেউ বাড়ি করলে পাশে থাকবেন তিনি৷ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –