• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ভূমিদ্বন্দ্ব ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২৪  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভূমিতে দ্বন্দ্ব,দ্বন্দ্বের রূপান্তর ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক  উপজেলা পর্যায়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে  জননারী ঐক্য পরিষদের আয়োজনে  সেমিনারটি অনুষ্ঠিত হয়।

নিওয়ানো পিস ফাউন্ডেশন জাপান এর সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বাস্তবায়নে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল হাসান।

জননারী ঐক্য পরিষদের নাজমা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আঃ রহিম,মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক,  যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সিডিএ'র আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুর রহমান প্রমুখ।

সেমিনারের আলোচনা সভায় ভূমিতে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং জেন্ডার বৈষম্য এর বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় 'সিডিএ' এবং জননারী ঐক্য পরিষদের নারী -পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –