• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চাল বিতরণ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৪  

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা আঁকচা ইউনিয়নে এই কার্যাক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। 

উদ্বোধনের পরে ওই ইউনিয়নের ২২শ ৫০ জন মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আঁকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন,স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে, ২০২৩-২৪ অর্থ বছরের মানসিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় এবারে ১ লাখ ২৪ হাজার ১৬৬ মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে এই চাল দেয়া হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহববুর রহমান জানান, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে আমাদের জেলায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –