• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

৪টিতে শূন্য আর ১৬ কেন্দ্রে ১ ভোট করে পেলেন চেয়ারম্যান প্রার্থী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২৪  

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চারটি কেন্দ্রে শূণ্য ভোট ও ১৬টি কেন্দ্রে একটি করে ভোট পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন। এ ছাড়াও অধিকাংশ ভোট কেন্দ্রে দুইটি, তিনটি ও পাঁচটি করে ভোট পেয়েছেন তিনি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১৮৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একটি পৌরসভা ও ২২টি ইউনিয়নে মোট ভোটার ছিলেন ৪৮৭১৭৫ জন। এতে ১ লাখ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোশারুল ইসলাম সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অরুণাংশু দত্ত টিটো ৯২ হাজার ৪২৪ ভোট। আর কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ১৬১ ভোট। সদর উপজেলায় ২ লাখ ২১ হাজার ৭৭৯ ভোট সংগ্রহ হয়েছে। যার শতকরা হার ছিল ৪৫.৫২ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার সাক্ষরিত সূত্রে কেন্দ্র অনুযায়ী ফলাফল শিট সূত্রে জানা যায়, নির্বাচনে অংশগ্রহণ করা কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী কামরুল হাসান খোকন ১৮৫টি ভোট কেন্দ্রে পেয়েছেন ২ হাজার ১৬১ ভোট। যার মধ্যে চারটি কেন্দ্রে শূণ্য ভোট ও ১৬টি কেন্দ্রে একটি করে ভোট ও অধিকাংশ কেন্দ্রে পেয়েছেন সবার চেয়ে কম ভোট। শুধুমাত্র একটি ভোট কেন্দ্রে পেয়েছেন সর্বোচ্চ ২৭১ ভোট।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্জুরুল ইসলাম বলেন, কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত হারাবেন। মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন নিয়ম অনুযায়ী ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –