• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পছন্দ করে না: হানিফ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক কিছুই হতে পারে না। বিএনপি যে একটি সন্ত্রাসী দল, এ হত্যার হুমকির মাধ্যমে তা প্রমাণিত হয়। মিছিলের নামে তারা আজ ভাঙচুর করেছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পছন্দ করে না।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করে।

রাজনৈতিকভাবে বিএনপিকে বয়কট করার আহ্বান জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে ঘরে ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, বিএনপি ভেবেছে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের পতন ঘটানো যাবে। সেটা সম্ভব নয়। সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাওয়ার সুযোগ নেই।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –