• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

 
২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বের দ্বিতীয় লেগে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ বাছাইপর্বের পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছে জামাল ভূঁইয়ার দল।

মঙ্গলবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে মালদ্বীপ। এ ম্যাচে ২-১ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারের তেতো স্বাদ দিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। 

বাঁচা-মরার লড়াইয়ে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম একটি করে গোল করেছেন। অন্যদিকে, স্রেফ হারের ব্যবধান কমিয়েছেন মালদ্বীপের আইসাম ইব্রাহিম।

এমন জয়ে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ‘আই’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। যেখানে লাল-সবুজদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। 

এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের রাউন্ডে, যারা সরাসরি জায়গা করে নেবে এশিয়ান কাপ ফুটবলে। তৃতীয় হলেও বাংলাদেশের জন্য এশিয়ান কাপে খেলার সুযোগ থাকবে। তবে জামাল ভূঁইয়ারা যে সেরা দুই দলের মাঝে থাকতে চাইবেন, সে কথা বলাই বাহুল্য।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –