• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এই তেল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০  

শীতে আবহাওয়া অনেকটাই শুষ্ক থাকে। বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক রুক্ষ- শুষ্ক হয়ে যায়। এতে দেখা দেয় ত্বকের নানান সমস্যা। এজন্য লোশন বা গ্লিসারিন ব্যবহার করে থাকেন। 

তাতেও খুব একটা কাজ হয় না। একটু পর পরই ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হয়। এতো ঝামেলা আর হবে না। ব্যবহার করতে পারেন সরিষার তেল। অনেকেই মনে করেন সরিষার তেল ব্যবহারে ত্বক কালো হয়ে যেতে পারে। এই ধারণা একেবারেই ভুল। বরং ত্বক উজ্জ্বল করতে এবং ত্বকের শুষ্কতা দূর করতে সহায়তা করে এই তেল। 

চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন এই তেল- 

সরিষার তেল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদানে ভরপুর, অ্যালার্জি ও র‍্যাশ প্রতিরোধ করে। ত্বকের শুষ্কতা ও চুলকানি রুখতেও সরিষার তেল কার্যকরী ত্বকে ডার্ক স্পট, ট্যান বা পিগমেন্টেশন ঠেকাতে বেসন, দই, লেবুর রস আর সরিষার তেল মিশিয়ে ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন, তার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সরিষার তেল ও নারকেল তেল মিশিয়ে ১০ মিনিট ত্বকে ম্যাসাজ করুন, ত্বক নরম, উজ্জ্বল থাকবে।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –